Rongsaghi

This book will be published online in PDF file. You can download the PDF and read the book for free. If you want to publish your writing in this book, please contact Prajapatir Dana Publication very soon. 

রঙসাঁঝি নামের এই বইটি প্রজাপতির ডানা প্রকাশনী থেকে 2021 সালে প্রকাশিত হবে। যদি আপনি একজন লেখক হয়ে থাকেন এবং আপনি গল্প ও কবিতা লেখেন তবে আপনি আপনার লেখা এই বইতে প্রকাশ করার সুযোগ পাবেন। এই বইতে বিভিন্ন ধরনের গল্প এবং কবিতা প্রকাশিত হবে। এই বইতে লেখা প্রকাশ করতে হলে কিছু নিয়ম পালন করতে হবে ---

১: আপনি যে গল্প কিংবা কবিতা এই বইতে প্রকাশ করতে চলেছেন সেটি অবশ্যই আপনার নিজের চিন্তাধারার দ্বারা সৃষ্টি হতে হবে অর্থাৎ আপনি অন্য কারো লেখা কোন বই বা ম্যাগাজিন থেকে কপি করে দিতে পারবেন না।

২: আপনি আপনার লেখা অবশ্যই Text করে পাঠাবেন ছবি তুলে পাঠালে সেটা গ্রহণযোগ্য হবে না।

৩: আপনি আপনার লেখা আমাদের Facebook Page বা Email বা Whatsapp Number এ বা Official Website এ পাঠাতে পারেন। এই সমস্ত জায়গা ছাড়া অন্য কোথাও লেখা পাঠালে তা গ্রহণযোগ্য হবে না।

Contact Us

Ph/ Whatsapp : 9144626002

Email : prajapatirdana230102@gmail.com

Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING