ভিখারীনির শূন্য কপাল মাঝে
নিবেদিতা কর
সব ঠাঁই মোর ঘর আছে,আমি
সেই ঘর মরি খুঁজিয়া।
দেশে দেশে মোর দুয়ার আছে,আমি
সেই দুয়ার লব বুঝিয়া।
পরবাসী আমি যে দুয়ারে চাই,
তার মাঝে মোর আছে যেন ঠাঁই!
কোথা দিয়া সেথা প্রবেশিতা পাই?
সন্ধান লব বুঝিয়া।
যেখানেই থাকুক পরমাত্মীয়
"তাঁরে আমি ফিরি খুঁজিয়া" ।।