সঙ্গী

সঙ্গী

শঙ্খদীপ জানা


কলঙ্কিত চাঁদ-শুভ্র জোছনা একত্রিত দুই উপমা

কিন্তু একতা ভেঙে চাঁদ ব্যাতীত জোছনা কি রবে,

জানি ,চাঁদের আলোয় সমুদ্রের জল বড়োই অতল

তবুও স্নেহের নৌকা নিয়ে তুমি কি আমার জীবন সমুদ্রের সঙ্গী হবে ?

সূর্য আর তেজ একত্রে বড়োই তীব্র

কিন্তু সূর্য কে ছেড়ে তেজ কোথায় যাবে ,

জানি,সূর্যহারা এই অরন্য বড়োই ঘন

তবুও সাহসের মশাল হাতে তুমি কি আমার জীবন অরণ্যের সঙ্গী হবে ?

চাতক পাখি আর বৃষ্টির জলের নিবিড় সম্পর্ক

কিন্তু বৃষ্টির জল ছাড়া চাতক কি করবে,

জানি, হৃদয়ের কান্না বড়ই প্রবল বৃষ্টি 

তবুও ভালোবাসার রুমাল হাতে তুমি কি আমার মনের অশ্রুর সঙ্গী হবে ?

প্রকৃতির সঙ্গে প্রকৃতির , তোমার আর আমার কি অপূর্ব সম্পর্ক 

ইতিহাসের স্মৃতিপটে হয়তো সবাই মনে রাখবে,

কিন্তু আমাদের ক্ষেত্রে এই জীবনতরীতে কখনো আর দেখা হবে না 

তবুও শৈশবের ক্ষুদ্রপথে , যৌবনের মনোরথে আর বার্ধ্যকের স্বর্গপথে তুমি কি আমার সঙ্গী হবে ? 

বলো , হে প্রিয় তুমি কি সত্যি আমার জীবন পথের সঙ্গী হবে ??

Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING