সেলিনা খাতুন
একটা দিনের কথা বলি শোনো গো শোনো।
বেশী সেথা নাইকো বড়ো শুনতে পারলে শোনো- "জীবন তখন দুঃখহীন, জীবন তখন হাসি খুশি, জীবনের বাস যেন স্বর্গ, জীবন যেন স্বর্গবাসী।
পেতাম মায়ের অনেক আদর, কেউ দিতনা দুঃখ ডাগর।
বাবা ছিলেন খেলার মশাই, বাবাই ছিলেন খুশির সাগর।
মা-বাবা ছাড়া কেউ ছিলেন না মস্ত সুখের দাতা,
তাইতো সেবা করতাম সবার মনে রেখে শুধু বিধাতা।
জানতুম না দুদিন পরে ফুরিয়ে যাবে সেথা,
হারিয়ে যাবে হাওয়ায়, ফুরিয়ে যাবে কোথা।
জানতুম না দেবে কোন্ সাগরে গিয়ে ডুব,
মনে তখন লাগলো আঘাত, মাথায় ছিল রাগও খুব,
দুঃখে ভরা মনটা পড়লো তখন ঢোলে-
ঘুম ভাঙলো যখন আমি একাই শুয়ে মায়ের কোলে।"
এটা স্বপ্ন হলেও কিছু সত্যতা রয়েছে লুকিয়ে-
পুরো পৃথিবীটা যখন যায় ঝিমিয়ে,
একাই জেগে থাকেন মা, নিজ সন্তানকে দেহে জড়িয়ে॥