একলা বৈশাখ

একলা বৈশাখ

অয়ন নিয়োগী


ছোটো বেলায় বাকি সবার মতই সানাও পয়লা বৈশাখকে একলা বৈশাখ লিখত। তার মা তখন তাকে বকা দিতেন। 

সময় বদলেছে, বদলেছে পরিস্থিতি, সানাকে তার বাবা ছেড়ে চলে গেছেন অনেক দিন, মা ও মারা গেছে বছর চার হলো। তবুও দাদা আগলে রাখত বছর 24-এর সানাকে। এই করোনা মহামারি কেড়ে নিল তার প্রানের চেয়ে প্রিয় দাদাকেও।

 আজ হয়তো সানা পয়লা বৈশাখকে 'একলা বৈশাখ' লেখে না; কিন্তু আজ সে বড্ড একা, এই বিশাল পৃথিবীতে নিজের বলতে কেউ নেই তার, সত্যি এটা তার 'একলা বৈশাখ'।।


Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING