আমরা সবাই Colour blind, তাই না?

আমরা সবাই Colour blind, তাই না?

অঙ্কিতা চ্যাটার্জী

তাইতো, বদলে যাওয়া সমাজের বা বদলাতে থাকা মানুষগুলোর রঙের খেলা ধারতে পারি না। যে সম্পর্কটাকে মনের ক্যানভাসে আমরা সবটা দিয়ে রঙিন করে তুলি হঠাৎ সেই সম্পর্কের অপরদিকে থাকা মানুষটা রঙ বদলায় আর আমরা বুঝতেও পারি না। সম্পর্কের লাল রঙটা হঠাৎ ফিকে হতে হতে, কবে যেন মলিন ধুসর হয়ে যায়, সম্পর্কের শক্ত সুতোগুলো ক্রমশঃ আলগা হতে হতে ছিঁড়েই যায়।


চারিদিকে এতো রঙ, এতো রঙ বদলের গল্প যে নিজেকে colour blind ভাবতে ইচ্ছে করে, তাহলে অন্তত কাছের মানুষগুলোর রঙ বদলের পরও নিজেকে এই সান্ত্বনাটা দিতে পারবো, আমি হয়তো colour blind তাই হয়তো তার আসল রঙটা চিনতেই পারি নি।


Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING