অগ্নিগর্ভ
অগ্নিগর্ভ
 দেবজিত মুখার্জি


মোমবাতি হাতে নিয়ে হেঁটে লাভ নেই , 
লাভ নেই ব্যানারে বিক্ষোভ লিখে , 
কবিতা গান বা গনস্বাক্ষর ভুলে 
ক্ষুদিরাম হয়ে উঠি এস দিকে দিকে।

মারতেই হবে কিছু গেরুয়া কুকুর , 
প্রাণ যাক রোখা হবে নাগরিক আইন , 
উদ্বাস্তু শিবির হয় গোটা দেশ যদি 
হৃদয়ে ফাটছে যেন বোমা ল্যান্ডমাইন।

ছাএ সমাজ ওই ক্ষেপে উঠেছে , 
বিক্ষোভ ফুটছে এক ফালি নাগরিক , 
শাসকের গুলি এলে কেড়ে নিতে প্রাণ 
সেই মৃত্যু মিছিলে হব সবাই শরিক।






Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING