সখী ভালোবাসা কারে কয় !

সখী ভালোবাসা কারে কয় !

অয়ন নিয়োগী

সখী ভালোবাসা কারে কয়!অফিস থেকে বাড়ি ফেরার পথে চা খাচ্ছে রুপা। পাশের বিয়ে বাড়িতে তারস্বরে গান বাজছে। তাই একটু হেঁটে পার্কের বেঞ্চে গিয়ে বসে পড়ে রুপা। হঠাৎ তার পাশে এসে বসে একটা ছেলে, দেখে মনে হল যেন হাতের ফোনটা বিরক্ত হয়ে কেটে দিলো। তার পর বিড়-বিড় করে বলতে লাগল কি সব।  রুপা বলে,"ভাই, কিছু হয়েছে?"এই প্রশ্নটারই যেন অপেক্ষা করছিল ঐ ছেলেটা। ও বলে ওঠে,"এই প্রেম-ভালোবাসা কিচ্ছু না, মেয়েরা শুধু টাকা বোঝে, টাকা!" এটা বলেই প্রায় ঝড়ের মতো চলে যায় সে।এরপর কিছু সময় ওখানে বসে, নিজের বাড়ির দিকে হাঁটে রুপা, কিন্তু এখনো তার কানে বাজছে সেই কথাটা 'মেয়েরা শুধু টাকা বোঝে টাকা।' এবার বাড়ি ফেরার সময় আবার ঐ চায়ের দোকানের বাইরে আসে রুপা। সে দেখে এক বৃদ্ধা তার পঙ্গু স্বামীকে নিয়ে ভিক্ষা করে পাওয়া টাকাটা দিয়ে পাঁচ টাকার বাদাম ভাজা কিনে খাচ্ছে মনের খুশিতে। চোখটা আটকে যায় রূপার, কিছুক্ষণ আগে শোনা সেই কথাটা "মেয়েরা শুধু টাকা বোঝে " মিথ্যে মনে হয়। পাশের ঐ বিয়ে বাড়িতে তখন গান বাজছে রবীন্দ্রসঙ্গীতের সেই লাইনটা, "সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময়।"

Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING