শঙ্খদীপ জানা
আমি মাটির এক ক্ষুদ্র কবি,
স্বপ্ন সাগরে ভেসে ভেসে আঁকি রঙ্গিন ছবি।
আমি অন্ধকারের অজ্ঞ কবি,
ভাঙা গড়ার জীবন দোলায় খুঁজি প্রভাত রবি।
আমি অন্তরের দুঃখী কবি,
আঘাতে আঘাতে জর্জরিত আমার সোনার পৃথিবী।
আমি জীবন পুরের নির্জন কবি,
স্বপ্নময় বাস্তব জীবনে পথ চলেছি না রেখে কোনো দাবি।
আমি যুগ প্রবাহের গুপ্ত কবি,
আপন মনে লিখে চলেছি যা মনের মর্মভেদী।
আমি জীবন বৈশাখে রুদ্র কবি,
শুস্ক বুকে রিক্ত চোখে আমি দেখি আমার অন্তর ছবি।
আমি সত্য সুন্দরের কবি,
পবিত্র আমি তাই আমি রচি পবিত্রতার ই ভৈরবী।
আমি মানবতার এক কবি,
শিরায় শিরায় অনুভব করি বঞ্চিত মানবের করুন দাবি।
আমি বেদনার বালুচরে নির্ভীক কবি,
লোভ অর্থ মোহ থেকে বহুদূরে আমার ক্ষুদ্র পৃথিবী।
আমি যুগান্তরের নবীন কবি,
আধো ফোটা ফুল যুগে যুগে আঁকে রঙ্গিন স্বপ্ন সব ই ।।