মৃগাঙ্ক মণ্ডল
লকডাউন-এ বুঝেছ মানুষ
জগত এর পশু কারা ?
সত্যিই কি সহজ কাটানো
এমন জীবনধারা ?
একবার ভেবে দেখতো ;
যে প্রাণীটার জন্ম-মৃত্যু
সবই হয় খাচায়,
প্রাণীটিকে কি প্রকৃতিও
এমনভাবে বাঁচায় ?
আজ তুমি রাতদিন বাড়িতে,
বিষন্ন বন্দি থেকে ;
দুঃখ ছড়াচ্ছ নানাভাবে
Whatsapp বা Facebook এ।
তোমারো যদি সারাটা জীবন
এভাবে বাড়িতে কাটতো;
তবে এসব চিন্তা ধারনা
সবই মাথায় আসতো।
যে মানুষের হুশ নেই
তার কি লাভ মানুষ হয়ে ?
প্রাণীজগত এর বাকিটা
যদি বাঁচে প্রাণের ভয়ে ?
আঙুল দিয়ে দেখালে
তবেই কি তুমি বুঝবে ?
মানুষ তুমি বলতো
তুমি কবে মানুষ হবে ?