শঙ্খদীপ জানা
এসো ভাগাভাগি করে নিই
তোমার ভাগটাকে প্রথমে রাখলাম আমার ভাগটাকে শেষে,
তোমার ভাগে বৃষ্টির জল রাখছি
হৃদয়ের কান্না টা আমি নিলাম নিমেষে।
তোমার ভাগে সকালের শান্তি রাখলাম আমার ভাগে রাতের একাকিত্ব চিন্তা ,
তোমার ভাগে প্রজাপতির স্বাধীনতা রাখছি
আমার ভাগে খাঁচা বন্দী টিয়ার পরাধীনতা ।
তোমার ভাগে সময়ের মতো বাষ্প রাখলাম আমার ভাগে অপেক্ষার মতো তার জল,
তোমার ভাগে আমি তোমার নেওয়া সিদ্ধান্ত রাখছি
আমার ভাগে তার ফলাফল।
তোমার ভাগে আমি আমার সবকিছু রাখছি আমার ভাগে আমার কিছুই না,
তোমার ভাগে যদি তুমি খুশি থাকো
তবে রাতের বালিশ ভেজা অশ্রু থেকে আমি নিজেকে দেব সান্ত্বনা।
তবুও তুমি যদি আমার পৃথিবী ছেড়ে অন্য কারোর হাত ধরে অন্য একটা পৃথিবী বানাতে চাও,
তবে আমার ভালোবাসার সুশৃঙ্খল বন্ধন থেকে তোমাকে মুক্ত করলাম তুমি যাও , চলে যাও।।