বঞ্চিত

বঞ্চিত

অর্পণ গোস্বামী

১ 

আমি ও আমার আলস্য,

ব্যাস্ততার কাছে আজ লাঞ্চিত । 

হ্যাঁ এটাই আমি প্রিয় !

কর্মহীন তাই আজ বঞ্চিত ।।

ব্যাস্ত তুমি আর সকলে,

কর্মস্থান আজ তোমার আড্ডাঘর !

বঞ্চিত আমি থাকি নীরবে,

চিন্তাই আজ আমার খেলাঘর ।।


এদিকে অবহেলিত পীড়িত সমাজ,

তোমার সঙ্গী শুধু অর্থ ।

সময় দেইনি দুর্নীতির মায়াচক্রে,

তাই হয়তো আমি ব্যর্থ ।।

লুকিয়ে রেখেছো কি তবে ?

লালসায় ভরানো হৃদয় মহলে ।

আমার লুকানো তীব্র আর্তনাদ,

পৌঁছলো কি আন্দোলনের কোলাহলে !!


ছোট্ট খাটিয়া আর লাল কোলবালিশ,

আপন করে মাথা ঠেকিয়েছি নির্দ্বিধায় ।

বিলাসিতার সেই নরম বিছানায় তুমি,

নগ্ন হয়েও বুঝি পৌঁছেছো সফলতার চিলেকোঠায় ?

তীব্র বেদনায় কি রব চিরদিন নিশাচর !

এ অবহেলার বেড়াজাল আমাকে করেছে পূর্ণগ্রাস ।

তোমার প্রশান্ত জীবনযাত্রার আড়ালে ঘিরেছে চক্রব্যূহ,

নিঃশব্দ উল্লাসে বোকাবাক্সে দেখবো তোমার সর্বনাশ ।।


Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING