দীপ পাঠক
দেওয়ালের কোণে ঝুলে রয়েছি,
আমি একটা পুরনো ক্যালেন্ডার,
তারিখগুলো সব ফুরিয়ে গেছে,
নেই আর আমার কোনো দরকার।
দিন আসে, দিন যায়,
কেউ ফেরায় না একবার চোখ,
আমি শুধু নীরবে দেখি,
নতুন পাতার নতুন শপথ।
একসময় ছিলাম দরকারি,
হাতের ছোঁয়ায় গোনা হতো দিন,
আজ আমি বিস্মৃত, উপেক্ষিত,
এক কোণেতে পড়ে রয়েছি বিনা মূল্যহীন।
আমার মতোই কিছু মানুষ,
বয়ে চলে কালের স্রোতে,
তাদের গল্প কেউ শোনে না,
তারা ঝুলে থাকে অবহেলায়, সময়ের পতাকাতে।
তবুও কি এক আশায় থাকি,
হয়তো কেউ একদিন দেখবে ফিরে, পুরনো ক্যালেন্ডার নয়,
আমাকে দেখবে নতুন ভোরের রঙে।