আজ থেকে আগামী

  আজ থেকে আগামী

 অর্পন গোস্বামী

                                 

  (প্রথম)

দিন কেটেছে , কেটেছে শত রাত ।

ধুলোয় মিশেছে , মিশেছে আলোর প্রভাত ।।

নটিনী নেচেছে , নেচেছে নটরাজ রুদ্র ।

ব্রাহ্মন ঘুচেছে , ঘুচেছে সেবক শূদ্র ।।

সভ্যতা মরেছে , মরেছে শাসকের হাতে ।

নরক জেগেছে , জেগেছে ভুবন পাতে ।।

সত্য ঘুমিয়েছে , ঘুমিয়েছে মিথ্যার আশ্রয়ে ।

প্রতিশ্রুতি ভাসছে , ভাসছে জিহ্বায় অভয়ে ।!

রক্ত ঝরেছে , ঝরেছে এ ধর্ম - ভেদাভেদে ।

ঔদ্ধত্য ভুলেছে , ভুলেছে যা আছে গ্রন্থ-বেদে ।।


(দ্বিতীয়)

চেতনা গুড়িয়েছে , গুড়িয়েছে এ রাজনীতির পদতলে ।

নাম লিখেছে , লিখেছে সমাজসেবী রংবেরঙের দলে ।!

সত্য জেগেছে , জেগেছে সে কি? হঠাৎ ঘুমের মাঝে ?!

হাত বুলোচ্ছে , বুলোচ্ছে মিথ্যা! সত্যের কপাল ভাজে !!

মোচড় পেরেছে , পেরেছে অল্পস্বল্প! জাগেনি এখনও -পুরোপুরি !

বেঁকে বসেছে , বসেছে আকেবাকে! শরীরে লাগতেই -সুড়সুড়ি !!

হেলিতরা হেসেছে , হেসেছে দীন দরিদ্র খনিকের জন্য ।

হয়তো শিখছে , শিখছে বুঝতে নরেনের বাঙালী! আমি ধন্য ।।

Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING